West Zone Power Distribution Company job circular ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। আমরা সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির খবর প্রতিদিনি নিয়মিত প্রকাশ করে থাকি। সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং ২০২১ সালের মধ্যে সারাদেশে সকল নাগরিকের কাছে বিদ্যুতের প্রবেশাধিকার প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনের জন্য সরকার বেশ কিছু সংস্কার পদক্ষেপ গ্রহণ করেছে। এই সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ খাতকে আনবান্ডলিং করার মাধ্যমে এবং উৎপাদন, সঞ্চালন ও বিতরণের ক্ষেত্রে জবাবদিহিতা এবং উন্নত সেবা নিশ্চিত করার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে বিতরণ ব্যবস্থার ক্ষতি হ্রাস এবং আর্থিক অবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে কোম্পানি আইন, ১৯৯৪ এর অধীনে নভেম্বর ২০০২ সালে একটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি হিসাবে গঠিত হয়েছিল। পূর্ববর্তী বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) বিতরণ, পশ্চিমাঞ্চল (খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর ২১টি জেলা এবং ২০টি উপজেলা নিয়ে গঠিত REB এলাকা) অক্টোবরে ডব্লিউজেডপিডিসিএল-এর কর্মচারী হওয়ায় ‘লিয়েনের’ অধীনে রাখা হয়েছিল। 01, 2003. WZPDCL ২৩ মার্চ, 2005-এ BPDB এর সাথে অস্থায়ী বিক্রেতা চুক্তি (VA) এবং অস্থায়ী বিদ্যুৎ বিক্রয় চুক্তি (PSA) স্বাক্ষর করেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে বাংলাদেশের অসংখ্য লোক চাকরি করেন যাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। West Zone Power Distribution Company এখানে আকর্ষনীয় বেতনে বেশকিছু পদে আকর্ষনীয় বেতনে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত Bd all Jobs সাইটে দেওয়া হল।
West Zone Power Distribution Company job circular
আবেদনের সময়সীমা: ৩০ জুন ২০২২।
পদসংখ্যা: ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে।