Bangladesh Navy Civilian Job Circular বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। আমরা সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির খবর নিয়মিত প্রকাশ করে থাকি। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন সময় নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এইবার নৌবানিনী তে সৈন্য পেদে আকর্ষনীয় বেতনে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। পার্থীদের অবশ্যই বাংলাদেশের সু-নাগরিক হতে হবে। Bangladesh Navy Civilian এ আকর্ষনীয় বেতনে অক্টোবর মাসে মোট ১৩ জন লোককে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত Bd all Jobs সাইটে দেওয়া হল।
Bangladesh Navy Civilian Job Circular
আবেদনের সময়সীমা: ১৪ নভেম্বর ২০২১।
পদসংখ্যা: কয়েকটি পদে মোট ১৩ জন লোক নিয়োগ দেওয়া হবে।
Bangladesh Navy Civilian
Employer: | Bangladesh Navy Civilian |
Post Name: | See the recruitment notice below |
Job Location: | Bangladesh |
No. of Vacancies: | See job advertisement notice |
Job Type: | Full time |
Job Category: | Defense |
Gender: | Males and Females |
Age Limitation : | 18-30 years |
Educational Qualifications: | SSC, HSC, Honours Passed |
ExperienceRequirements: | See recruitment notification below. |
Salary: | According to merit |
Apply Link | https://www.navy.mil.bd/ |
Publish Date: | 06 October 2021. |
Application Deadline: | 14 November 2021. |
Bangladesh Navy Civilian Job Circular more information
এছাড়াও এতিমখানা ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার এতিম প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ২৮ অক্টোবর ২০২১ তারিখে গণনা করতে হবে। প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বৎসর এবং মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। উল্লেখ্য যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতিতে যে সকল প্রার্থীর বয়স গত ২৫ মার্চ ২০২০ তারিখে ৩০ বছর পূর্ণ হয়েছে, এরূপ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য হবে না এবং নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
আগ্রহী প্রার্থীকে অনুচ্ছেদ-৬ এ উল্লিখিত ছক অনুযায়ী আবেদনপত্র পূরণকরতঃ নিম্নবর্ণিত কাগজপত্রসহ ডাকযােগে আগামী ২৮ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় পৌছাতে হবে। সরাসরি অথবা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণযােগ্য নয়। আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে :
কোন প্রকার ঘষা-মাজা ছাড়া শিক্ষাগত যােগ্যতা, হেভী ড্রাইভিং লাইসেন্স/ভারী জলযান চালনার লাইসেন্স (প্রযােজ্য ক্ষেত্রে), অভিজ্ঞতার মূল সনদপত্র ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত);
প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি করপােরেশন এর বাসিন্দা, সে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের চেয়ারম্যান/কাউন্সিলর/মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদের ফটোকপি (সত্যায়িত); | প্রার্থীর পিতা/মাতা মুক্তিযােদ্ধা হলে প্রমাণস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি; মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে চাকরির আবেদনপত্রের সাথে তাদের পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/মাতার মাতা (প্রযােজ্য ক্ষেত্রে) এর মুক্তিযােদ্ধা সার্টিফিকেটের (যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে)